বিজয়ের মাস ডিসেম্বর

বিজয়ের মাস ডিসেম্বর

বিজয়ের মাস ডিসেম্বর
এম. ইসমাইল হোসাইন : আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নয়া অরুণোদয়ের ইতিহাসে একাত্তরের প্রতিদিনকার ঘটনাই তাৎপর্যপূর্ণ । আপন বিভায় সমুজ্জ্বল। পাকিস্তানী হানাদার শোষক গোষ্ঠীর নির্মম নিপিড়নে অতিষ্ঠ বাংলার জনগণ এক নতুন প্রাতের সন্ধানে পঁচিশে মার্চের বিভীষিকাময় রাতের পর থেকে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ শুরু হয়, ডিসেম্বরে তার পূর্ণতা লাভ করে । ডিসেম্বর মানেই বাঙ্গালী জাতির এক নয়া অভ্যুদয় । ডিসেম্বর মানে নতুন আলোক শিখা । ডিসেম্বর মানে আগামীর সম্ভাবনা ।
অর্থনৈতিক শোষন, রাজনৈতিক নিপিড়ন ও গোলামীর জিঞ্জির হতে পরিচ্ছন্ন মুক্তির আরেক নতুন সংগ্রামে দেশের প্রতিটি মানুষ নতুন করে শপথ নিয়ে দেশকে নিয়ে যাবে দিন বদলের নতুন সংকল্পে ।
আসুন, একটি ক্ষুদা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন করে শপথ নিই । ভরে দেই সোনালী বসুন্ধরায় ।

Share on Google Plus

About Iqra Graphics

    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) Facebook:

Post a Comment