ফেসবুকের দুটি পাতা মার্জ করা বা একত্রিত করা


ফেসবুকের দুটি পাতা মার্জ করা

আমরা সাধারণত নিজের ব্যবসা বা পণ্যগুলোকে সোস্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে প্রচারের জন্য পেজ খুলে থাকি । প্রয়োজনে দুটি পাতাকে মার্জ করা বা একত্রিত করার প্রয়োজন হয় ।
তাই আজ সে বিষয়ে আলোচনা করবো ।



মার্জ করার জন্য অবশ্যই আপনাকে পেজের অ্যাডমিন হতে হবে নতুবা এই কাজ করতে পারবেন না। মনে রাখবেন পেজ দুটির নাম ও Info একই হতে হবে ।

F  এ বিষয়ে প্রথম যে কাজটি করবেন তাহল- যে পেজকে মার্জ করে অন্য পেজের সাথে অ্যাড করবেন সেই পেজের setting এ প্রবেশ করুন। 


এখন এক বারে শেষে দেখুন Merge Pages নামে একটা অপশন আছে ঐখানে ক্লিক করুন।

এরপর Merge Duplicate Pages এ ক্লিক করুন। যে পেজে অ্যাড করতে চান বা যে পেজ রাখতে চান সেই পেজ সিলেক্ট করুন। দ্বিতীয় অপশন এ আপনি যে পেজকে merge করতে চান সেটি সিলেক্ট করুন।


সবশেষে Merge Pages এ ক্লিক করুন।আপনার কাজ শেষ। সব ঠিক থাকলে Merge হয়ে যাবে।




Share on Google Plus

About Anurag Multimedia

    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি) Facebook:

Post a Comment